গরু কান্ডে দুই বিজেপি কর্মী গ্রেফতার, বাকিদের খোঁজে তল্লাশি শুরু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে কয়েকজনকে মারধর করা, দড়ি বেঁধে কান ধরে উঠবস করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিকেলে দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অবিলম্বে গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ হয়। রাতে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম দীপক দাস ও আনিস ভট্টাচার্য। পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, “কৃষিকাজের জন্য জেমুয়া এলাকার কয়েকজন গরু কিনে আনছিলেন। তখন ঘটনাটি ঘটে। ধরণের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যারা যুক্ত, সবাইকে গ্রেফতার করা হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

