দুর্গাপুর: হৈ হৈ করে দু’দিনের বার্ষিক উৎসবে মেতে উঠল দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) এবং Dr. B. C. Roy Academy of Professional Courses (BCRAPC)। গত ৩০-৩১ জানুয়ারি আয়োজিত হল বার্ষিক অনুষ্ঠান Zeal – 2K25। উৎসবের উদ্বোধন করেন Dr. B. C. Roy Society এর জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মিসেস মিতা মিত্র, Dr. B. C. Roy Society এর চিফ অ্যাডভাইসার ড. সৈকত মৈত্র, ট্রেজারার জার্নেল সিং, BCREC এর প্রিন্সিপ্যাল ড. সঞ্জয় এস পাওয়ার, ভাইস প্রেসিডেন্ট ড. কে এম হোসেন, BCRAPC এর প্রিন্সিপ্যাল ড. রাজীব রায়, সোসাইটির সদস্য মিসেস সাধনা শিকদার এবং রীতা সিং।
উদ্বোধনী বক্তব্যে তরুণ ভট্টাচার্য জানান, BCREC এবং BCRAPC-তে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের খেলাধুলো ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা হয়। কারণ, ম্যানেজমেন্টে সফল হতে গেলে একজনের সার্বিক বিকাশ ভীষণ জরুরি। ড. সৈকত মৈত্র বলেন, খেলাধুলো ও সাংস্কতিক কর্মকান্ডের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সংহতি ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।BCREC এর প্রিন্সিপ্যাল ড. সঞ্জয় এস পাওয়ার বলেন, পড়াশোনার মতোই খেলাধুলো বা সাংস্কতিক ক্ষেত্রেও একজন সফল কেরিয়ার গড়তে পারে।BCRAPC প্রিন্সিপ্যাল ড. রাজীব রায় উপস্থিত সকল পড়ুয়াকে অভিনন্দন জানান। প্রথম দিন পড়ুয়ারা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কলেজ মাতিয়ে দেয়। দ্বিতীয় দিন অতিথি শিল্পী অনন্যা শর্মা ও অঙ্কুশ ভরদ্বাজের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা উচ্ছ্বসিত করে তোলে পড়ুয়াদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।