গরু কান্ডে ধৃত আরও ২, এখন পর্যন্ত গ্রেফতার মোট ৬

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গরু বোঝাই গাড়ি আটকিয়ে নিগ্রহের ঘটনায় গ্রেফতারি অব্যাহত। সোমবার রাতে নিউটাউনশিপ থানা এলাকার এমএএমসি এলাকা থেকে সুরজ সিং এবং রাহুল কুমার বার্নওয়ালকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের দুর্গাপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে মহানন্দা পল্লির কিরণ মান ও নিউ টাউনশিপ থানা এলাকার বাসুদেব বাদ্যকরকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর আগে শুক্রবার দুই অভিযুক্ত দীপক দাস ও আনিস ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতার করে। আদালতে পেশ করলে তাদেরও পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেফতার হয়েছেন ৬ জন।
Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই একটি পিকআপ ভ্যান আটকায় একদল যুবক। অভিযোগ, জেমুয়ার কয়েকজনকে মারধর করা হয়, তাঁদের দড়ি বেঁধে কান ধরে উঠবস করানো হয়, এমনকি কান ধরে রাস্তা দিয়ে হাঁটানো হয়। এই ঘটনায় বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপি কর্মীর নাম উঠে আসে। মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশের একাধিক দল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
