গরু কান্ডে ধৃত আরও ২, এখন পর্যন্ত মোট গ্রেফতার ৪

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরু বোঝাই গাড়ি আটকে নিগ্রহের ঘটনায় শনিবার রাতে পুলিশ আরও দুই জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে জেমুয়ার কয়েকজনকে মারধর করা, দড়ি বেঁধে কান ধরে উঠবস করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ শুক্রবার দুই অভিযুক্ত দীপক দাস ও আনিস ভট্টাচার্যকে গ্রেফতার করে। তাদের আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শনিবার রাতে মহানন্দা পল্লীর কিরণ মান ও নিউ টাউনশিপ থানা এলাকার বাসুদেব বাদ্যকরকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মূল অভিযুক্ত পারিজাত সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

