Breaking News. শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরে দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ নিলেন না দু’জন!

Breaking News. শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরে দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ নিলেন না দু’জন!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রেশনের সাথে প্রসাদ ফ্রি। সঙ্গে প্রভু জগন্নাথের ছবিও। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরেও বিলি করা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্যাঁড়া ও গজা। শনিবার দুর্গাপুর নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুরের রেশন দোকানে সকাল থেকে রেশনের সাথে চলছে প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণ করতে দেখা গেল নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়কে।

দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “শনি, রবি, সোমবার- তিন দিন ধরে দুর্গাপুর নগর নিগম এলাকায় প্রসাদ বিতরণ করা হবে। ৪৩টি ওয়ার্ডের ৩৫ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হবে প্রসাদ। নগর নিগমের সমস্ত রেশন দোকান থেকেই এই প্রসাদ দেওয়া হবে। ভক্তি ও নিষ্ঠার সাথে মানুষজন প্রসাদ নিচ্ছেন।” রেশন দোকানে প্রসাদ গ্রহণের লম্বা লাইন নজরে এসেছে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রেশন ডিলার তনয় কুমার মন্ডল বলেন, “প্রতিটি রেশন দোকানেই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমাদের রেশন দোকান থেকে দু’জন এখনও পর্যন্ত এই প্রসাদ গ্রহণ করেননি। যদিও তাঁদের সাথে আমাদের কোনও বিতর্ক হয়নি।” একটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ তৈরি নিয়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরেই রেশন দোকান থেকে ওই দু’জন প্রসাদ নেননি।

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরে দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ নিলেন না দু'জন!
News
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যের জেরে দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ নিলেন না দু'জন!
:
প্রসাদ বিতরণ করতে দেখা গেল নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়কে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!