দুই স্কুলের যৌথ উদ্যোগে শিক্ষক দিবসে জাঁকজমক অনুষ্ঠান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সৈয়দপাড়া জুনিয়র হাই স্কুল ও সৈয়দপাড়া প্রাইমারি স্কুলের পড়ুয়ারা যৌথ উদ্যোগে শিক্ষক দিবস পালন করে। দুই স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতে জাঁকজমকভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। বর্ণাঢ্য অনুষ্ঠানটি সকলেই উপভোগ করেন।
কচিকাঁচাদের এই প্রচেষ্টাকে প্রশংসায় ভরিয়ে দেন দুই স্কুলের প্রধান শিক্ষক। শুধুমাত্র পড়ুয়ারাই নয়, এই অনুষ্ঠানে শিক্ষকেরা গান ও ম্যাজিক উপস্থাপনা করেন। অনুষ্ঠান উপলক্ষে পড়ুয়ারা নিজের হাতে স্কুল প্রাঙ্গনকে সাজিয়ে তুলেছিল। শিক্ষক-শিক্ষিকারা দিনটির গুরুত্ব তুলে ধরেন পড়ুয়াদের সামনে। সব শেষে ছিল মধ্যাহ্নভোজনের ব্যবস্থা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
