সিটি সেন্টারে পরপর দুটি বাড়িতে চুরির চেষ্টা দুষ্কৃতীদের, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক চুরির চেষ্টা হয় দুটি বাড়িতে। ২২ নম্বর ওয়ার্ডের মাক্সমুলার পথ, নন্দলাল বীথি এলাকায় শনিবার রাতে দুষ্কৃতীদের নিশানায় ছিল এক দন্ত চিকিৎসকের বাড়ি ও এক ইন্সুরেন্স অফিস। তবে শেষ পর্যন্ত চুরি করতে পারেনি তারা। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
চিকিৎসকের বাড়ির কুকুরের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ইন্সুরেন্স অফিসের তালা ভাঙলেও চুরি করতে পারেনি তারা। স্থানীয়রা জানাচ্ছেন, এদানিং কালে সিটি সেন্টার এলাকায় চুরির ঘটনা বেড়েছে। আতঙ্কে রাতের ঘুম উড়ছে তাঁদের। পুলিশি টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। সিটি সেন্টার নন কোম্পানি নাগরিক কমিটির সভাপতি পীযুষ মুখার্জী জানান, এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশকে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

