জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ দুই গাড়ির, ছিটকে গিয়ে পড়ল ডিভাইডারের গায়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রুদ্ধশ্বাস মুহূর্ত বললেও কম বলা হয়। শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার বাঁশকোপা টোল প্লাজার কাছে যা ঘটল তাকে এছাড়া আর কিই বলা যেতে পারে! ১৯ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ দুই গাড়ির। দুমড়ে গেল দুই গাড়ির সামনের অংশ। তবু কারওর চোট লাগেনি! জানা গিয়েছে,পানাগড়ের দিকে যাওয়া একটি গাড়ি ও রং রুট ধরে আসা আরেকটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ধাক্কা এতটাই জোরালো ছিল যে, দুটি গাড়িই ডিভাইডারের ধারে ছিটকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় কাঁকসা ট্রাফিক গার্ড এবং কাঁকসা থানার পুলিশ। দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। তবু কেউ আহত হননি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

