দুটি দুর্ঘটনায় মৃত দুই স্কুটি আরোহী মহিলা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মায়ের। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতা মহিলার নাম শম্পা টিকাইত (৩৩)। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা। স্বামী ও মেয়েকে নিয়ে রায়ডাঙায় ভাড়া থাকতেন। এদিন দুপুরে মেয়েকে রাইরানী দেবী গার্লস স্কুল থেকে বাড়ি আনার জন্য স্কুটি নিয়ে বের হন। বাঁকুড়া মোড়ের উড়ালপুলের সামনে একটি ডাম্পার তাঁর স্কুটিতে ধাক্কা মারে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক চালক এবং খালাসির সন্ধানে তল্লাশি শুরু করেছে। অন্যদিকে, অন্ডালের পলাশবন এলাকার বাসিন্দা আশা কর্মী কাজলী সাধু স্বামী ও ছেলেকে নিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন কর্মস্থল থেকে। বক্তারনগর রেলগেটের সামনে বালির গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কাজলীদেবীর মৃত্যু হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

