বিশ্বমানের এয়ার কম্প্রেসার নিয়ে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ সেমিনার করল ইউডি মার্কেটিং

বিশ্বমানের এয়ার কম্প্রেসার নিয়ে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ সেমিনার করল ইউডি মার্কেটিং
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের এক অভিজাত হোটেলে সম্প্রতি ইউডি মার্কেটিং প্রাইভেট লিমিটেড এবং ইঙ্গারসোল র‍্যান্ড-এয়ার কম্প্রেসার গ্রুপের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূল বিষয় ছিল বিশ্বমানের এয়ার কম্প্রেসার ও আনুষঙ্গিক যন্ত্রাদি। অনুষ্ঠানে সেল (SAIL), ইসিএল (ECL), ডিভিসি (DVC), কোল ইন্ডিয়া, ডব্লিউবিপিডিসিএল (WBPDCL) এর মতো সরকারি সংস্থা এবং শ্যাম স্টিল, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের মতো প্রথম সারির বেসরকারি শিল্প সংস্থার উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

ইঙ্গারসোল-র‍্যান্ড-এর পূর্বাঞ্চলীয় প্রধান নবীন আয়াপিল্লা এবং ইউডি মার্কেটিং-এর আধিকারিকরা উপস্থিত শিল্প সংস্থার প্রতিনিধিদের সামনে ব্র্যান্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। উপস্থিত শিল্প সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, লৌহ-ইস্পাত, বিদ্যুৎ, খনিজ, সার, কাগজ, সিরামিক সহ বিভিন্ন শিল্পে ইঙ্গারসোল র‍্যান্ড এর অত্যাধুনিক প্রযুক্তির এয়ার কম্প্রেসার একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী, অন্যদিকে উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করছে। একই সঙ্গে তাঁরা ইউডি মার্কেটিং-এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষেবার ভূয়সী প্রশংসা করেন।আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইউডি মার্কেটিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সিদ্ধান্ত গুপ্তা এবং ভাইস প্রেসিডেন্ট সুব্রত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউডি মার্কেটিং-এর পক্ষ থেকে স্বপন চট্টোপাধ্যায়, উজ্জ্বল কুমার সিনহা, বিশ্বজিৎ পাল, সুশান্ত বাসুরি, সৌম্যক কুন্ডু, নিতেশ সরকার, তমাল বন্দ্যোপাধ্যায়, ইঙ্গারসোল র‍্যান্ড এর পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় প্রধান নবীন আয়াপিল্লা, হেমন্ত ডোকানিয়া, শোভনজিৎ বসু, অনুপম চক্রবর্তী প্রমুখ। 

প্রসঙ্গত, ১৯২১ সালের ডিসেম্বরে কলকাতাতেই ‘ইঙ্গারসোল-র‍্যান্ড (ইন্ডিয়া) লিমিটেড’ প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল ভারতে প্রথম আমেরিকান বিনিয়োগগুলির মধ্যে অন্যতম। একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে শুরু করার পর ১৯৬৫ সালে আহমেদাবাদে তাদের কারখানা চালু হয় এবং ১৯৭৭ সালে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ইউডি মার্কেটিং এর তরফে উজ্জ্বল কুমার সিনহা জানান, ইঙ্গারসোল র‍্যান্ড-এর মতো ঐতিহাসিক ব্র্যান্ড তাঁদের পথ চলার অনুপ্রেরণা। প্রায় চার দশক ধরে ভারতের পূর্বাঞ্চলে সব ধরনের এয়ার কম্প্রেসারের চাহিদা নিষ্ঠার সঙ্গে পূরণ করে আসছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বিশ্বমানের এয়ার কম্প্রেসার নিয়ে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ সেমিনার করল ইউডি মার্কেটিং
News
বিশ্বমানের এয়ার কম্প্রেসার নিয়ে দুর্গাপুরে গুরুত্বপূর্ণ সেমিনার করল ইউডি মার্কেটিং
:
লৌহ-ইস্পাত, বিদ্যুৎ, খনিজ, সার, কাগজ, সিরামিক সহ বিভিন্ন শিল্পে ইঙ্গারসোল র‍্যান্ড এর অত্যাধুনিক প্রযুক্তির এয়ার কম্প্রেসার একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী, অন্যদিকে উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করছে।
Published By
error: Content is protected !!