নক আউট ফুটবলের ফাইনালে উঠল উখড়া ফুটবল একাডেমি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউজিং মাঠে DGHCC এর খেলাধুলা বিভাগ ও ইয়ুথ ক্লাব আয়োজিত অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবল প্রতিযোগিতার (ডিএসএসএ স্বীকৃত) দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল উখড়া ফুটবল একাডেমি। টাইব্রেকারে ৫-২ গোলে তারা আইএন দিশারী সঙ্ঘকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। উখড়া ফুটবল একাডেমির গোলটি ছিল আত্মঘাতী। আইএন দিশারীর পক্ষে গোলটি করেন অনিল সিং। ম্যাচ পরিচালনা করেন জিতেন রুইদাস, আশীষ মন্ডল এবং সৌরদীপ গাঙ্গুলী। ১৪ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাব এবং উখড়া ফুটবল একাডেমি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
