পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ছাতা ও রেনকোট

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ছাতা ও রেনকোট প্রদান করা হয়। রোদে বা বৃষ্টিতে কাজ করতে হয় তাঁদের। যাতে তাঁরা কোনও অসুবিধায় না পড়েন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ, ওসি নাসরিন সুলতানা, বিধান নগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে প্রমুখ। এসিপি বলেন, “বর্ষায় বৃষ্টিতে সমস্যার সম্মুখীন হতে হয় সিভিক ভলান্টিয়ার, পুলিশ কর্মীদের। তাই তাঁদের হাতে রেনকোট ও ছাতা তুলে দেওয়া হয়। কমিশনারেটের এলাকা জুড়েই এই কর্মসূচি চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

