বেনাচিতির পর এবার ঋষি অরবিন্দ নগরে গাড়ি ফেলে পালানোর ঘটনায় আতঙ্ক

বেনাচিতির পর এবার ঋষি অরবিন্দ নগরে গাড়ি ফেলে পালানোর ঘটনায় আতঙ্ক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রায় এক মাস আগে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজারের শালবাগানে চারচাকা গাড়ি ফেলে চালকের রহস্যজনক উধাও হওয়ার ঘটনা ঘটেছিল। স্বাধীনতা দিবসের ভোরে একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল ঋষি অরবিন্দ নগরে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে—ভোর চারটা নাগাদ এক যুবক একটি গাড়ি ফাঁকা জায়গায় এনে রেখে কিছু হাতে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সকালে গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ এসে গাড়িটি বাজেয়াপ্ত করে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয় বাসিন্দা সুজন ঘোষের দাবি, গাড়িটি সম্ভবত নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড়ে অপরাধমূলক কাজে জড়িত ছিল। পুলিশের তাড়া খেয়ে চালক ঋষি অরবিন্দ নগরে এসে গাড়ি রেখে পালিয়ে যায়। ফুটেজ দেখে মনে হচ্ছে, এলাকাটি গাড়িচালকের চেনা জায়গা বলেই মনে হয়। গাড়ির ভিতরে সিট ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি হয়তো ছাগল চুরির কাজে ব্যবহৃত হতো। এছাড়া নামার সময় চালকের হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় কিছু ছিল বলে সন্দেহ। পুলিশ গাড়ির নম্বর ট্র্যাক করে মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করবে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
বেনাচিতির পর এবার ঋষি অরবিন্দ নগরে গাড়ি ফেলে পালানোর ঘটনায় আতঙ্ক
News
বেনাচিতির পর এবার ঋষি অরবিন্দ নগরে গাড়ি ফেলে পালানোর ঘটনায় আতঙ্ক
:
ভোর চারটা নাগাদ এক যুবক একটি গাড়ি ফাঁকা জায়গায় এনে রেখে কিছু হাতে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সকালে গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ এসে গাড়িটি বাজেয়াপ্ত করে।
Published By
error: Content is protected !!