ডিটিপিএসে ধুন্ধুমার! উচ্ছেদ ঘিরে দুই পক্ষের তুমুল অশান্তি, থামাতে হিমসিম খাচ্ছে পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ডিটিপিএসে ধুন্ধুমার! উচ্ছেদ ঘিরে দুই পক্ষের তুমুল অশান্তি। থামাতে হিমসিম খাচ্ছে পুলিশ। এক পক্ষ বলছে, প্ল্যান্ট চাই। অন্য দল বলছে, উচ্ছেদ চলবে না। পুলিশের সাথেও ধস্তাধস্তি। উত্তপ্ত পরিস্থিতি ডিটিপিএস বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
রাষ্ট্রায়ত্ত ডিটিপিএস কারখানা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বুধবার সকাল থেকে জেসিবি নিয়ে জবরদখলকারীদের উচ্ছেদ করছিলেন কর্তৃপক্ষ। বস্তি রক্ষা কমিটির অন্যতম নেতা অরিন্দম নায়েকের নেতৃত্বে কয়েকজন প্রতিবাদ শুরু করে। ১ এপ্রিল পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জমি খালি না করা হলে তারপরে ফের উচ্ছেদ অভিযান চলবে বলেও জানানো হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এরপরেই এলাকার একপক্ষ অরিন্দম নায়কের উপর চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথেও শুরু হয় ধস্তাধস্তি। ছোড়া হয় পাথর। শুরু হয় উত্তেজনা। গ্রামবাসী মলয় মন্ডলের দাবি, “কারখানার যাতে সম্প্রসারণ হয় সেটাই আমরা চাই। কিন্তু বাইরে থাকা আসা অরিন্দম নায়েক কয়েকজনকে নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের কেউ ওর গায়ে হাত দেয়নি। ও নাটক করে সহানুভূতি পেতে। এদিনও নাটক করতে এসেছিল। আমরা প্রতিবাদ করেছি।” ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদী বলেন, “আপাতত ১ এপ্রিল পর্যন্ত বস্তিবাসীদের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে জমি খালি করার জন্য বলা হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
