উৎসবের আবহে আতঙ্ক বেনাচিতিতে! বিসর্জন ঘিরে অশান্তি, ভাইরাল ভিডিও

আইসক্রিম পার্লারে হামলার অভিযোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উৎসবের আনন্দের মাঝেই আতঙ্কের ছায়া পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটে। শনিবার রাতে দুর্গাপুজোর বিসর্জনের সময় আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকার এক আইসক্রিম পার্লারের সামনে। বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজও।
আইসক্রিম পার্লারের মালিক বিরাট আগরওয়ালের অভিযোগ, শনিবার রাত ৮ টা নাগাদ কমলপুর প্লটের একটি দুর্গামন্দিরের প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা একদল যুবক দোকানের সামনে আতশবাজি ফাটাতে শুরু করে। দোকানে তখন ক্রেতাদের ভিড় ছিল। আতশবাজির ধোঁয়া ও শব্দে ক্রেতারা বিরক্ত হলে পার্লার কর্তৃপক্ষ প্রতিবাদ জানান। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোকানের মালিক ও কর্মীদের উপর চড়াও হয় কয়েকজন যুবক। চলে গালাগালি, ধাক্কাধাক্কি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, প্রথমে আতঙ্কে সাটার নামিয়ে দেন দোকানের কর্মীরা। কিছুক্ষণ পরে সাটার তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, এই সময় মদ্যপ কয়েকজন দোকানের ভিতর ঢুকে অশান্তি করে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় দোকানের ভিতরে থাকা ক্রেতাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পার্লারের মালিক বিরাট আগরওয়াল বলেন, “গত ১০ আগস্ট আমাদের পার্লার খোলার পর থেকেই নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এদিন আমাদের শাসানো হয়।”
অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, আইসক্রিম দোকানের মালিকপক্ষই তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। তার প্রতিবাদ জানানো হয়। মন্দির কমিটির পক্ষে কল্যাণ নায়েক দাবি করেন, বাজারের ব্যবসায়ীরা এই পুজোর সঙ্গে যুক্ত। আতশবাজি ফাটানোর সময় পার্লারের ক্রেতার গায়ে লেগেছিল। ক্ষমা চেয়ে নেওয়া হয়। কিন্তু পার্লারের মালিক ও কর্মীরা চরম দুর্ব্যবহার করায় পরিস্থিতি জটিল হয়ে যায়। পুলিশ দুই পক্ষকে থানায় ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
