খবরের জের, ‘নির্জলা’ বাসস্ট্যান্ডে জল এনে দিলেন উপপ্রধান

খবরের জের, ‘নির্জলা’ বাসস্ট্যান্ডে জল এনে দিলেন উপপ্রধান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: খবরের জের, ‘নির্জলা’ বাসস্ট্যান্ডে জল এনে দিলেন উপপ্রধান। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে পঞ্চায়েতের একটি এবং বন দফতরের একটি, মোট দুটি টিউবওয়েল ছিল। কিন্তু দুটি টিউবওয়েলই বিকল হয়ে পড়ায় প্রখর গরমে সমস্যায় পড়তে হচ্ছিল ব্যবসায়ী, পড়ুয়া ও যাত্রীদের।

মঙ্গলবার সেই খবর প্রকাশ করা হয়। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় ২৪ ঘন্টার মধ্যে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। কথা রেখে তিনি পঞ্চায়েতের টিউবওয়েল মেরামত করার ব্যবস্থা করলেন। টিউবওয়েল থেকে বেরোতে শুরু করল জল। স্থানীয় বাসিন্দা অনুপ সাহা বলেন, “টিউবওয়েল দীর্ঘ ৩-৪ মাস ধরে খারাপ হয়ে পড়েছিল। পানীয় জল আনতে এক কিলোমিটার দূরে যেতে হচ্ছিল। আমরা খুশি।” বিজেপি নেতা ভগীরথ ঘোষ বলেন, “ধন্যবাদ জানাই উপপ্রধানকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

Highlight
খবরের জের, 'নির্জলা' বাসস্ট্যান্ডে জল এনে দিলেন উপপ্রধান
News
খবরের জের, 'নির্জলা' বাসস্ট্যান্ডে জল এনে দিলেন উপপ্রধান
:
মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় ২৪ ঘন্টার মধ্যে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। কথা রেখে তিনি পঞ্চায়েতের টিউবওয়েল মেরামত করার ব্যবস্থা করলেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!