দুর্গাপুর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচী নেওয়া হয়। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। দাবি ওঠে, দ্রুত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের উপর হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি বলেন, “আমরা বাংলাদেশে শান্তি চাইছি। ইসকনের সন্ন্যাসীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আমরা এই দাবি রাখছি। ভারত সরকারও এই ঘটনার সেই রকম কোনও পদক্ষেপ নেয়নি। দ্রুত ভারত সরকার পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।