দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের প্রায় ২৭২ জন প্রতিযোগীকে নিয়ে জেলা স্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে দেখা গেল, দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে দৃষ্টিহীন পড়ুয়ারাও। সাধারণ প্রতিযোগীদের সাথে জেলার চারজন দৃষ্টিহীন প্রতিযোগী একদিনের এই দাবা প্রতিযোগিতায় যোগ দেয়। তারা সাধারণ প্রতিযোগীদেরও মুখোমুখি হয়েছে ব্রেইলি দাবা বোর্ডের মাধ্যমে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দৃষ্টিহীন প্রতিযোগী সানিয়া খাতুন বলে, “আমি শুধু জেলা স্তরেই নয়, রাজ্য স্তরেও খেলেছি। অনেক জায়গায় পুরস্কারও পেয়েছি। আজ জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লাগছে।” আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতায় খুব উৎসাহ সহকারে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছে। দাবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই ধরণের প্রতিযোগিতা। ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।