‘আর্থ অব গিভিং’এর উদ্যোগে রানিগঞ্জে জলসত্র ও বস্ত্রবিতরণ কর্মসূচি

‘আর্থ অব গিভিং’এর উদ্যোগে রানিগঞ্জে জলসত্র ও বস্ত্রবিতরণ কর্মসূচি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার রানিগঞ্জে ‘আর্থ অব গিভিং’এর উদ্যোগে জলসত্র ও বস্ত্রবিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার ১২ তম বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা কো-অর্ডিনেটর হেমন্ত নায়েক এর নেতৃত্বে এই কর্মসূচীর আয়োজন করা হয়।  প্রায় ৪০০ জন পথচারী ও সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয়। তীব্র গরমে এই পরিষেবা পেয়ে তাঁরা খুশি। এদিনই রানিগঞ্জ অমৃত আশ্রমে প্রায় ১০০ শিশু, ৫০ জন মহিলা এবং ১০০ জন পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার পশ্চিমবঙ্গের স্টেট কো-অর্ডিনেটর পল্লব বিশ্বাস। কর্মসূচীতে টিডিবি কলেজের এনএসএস (NSS) ভলেন্টিয়াররাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
'আর্থ অব গিভিং'এর উদ্যোগে রানিগঞ্জে জলসত্র ও বস্ত্রবিতরণ কর্মসূচি
News
'আর্থ অব গিভিং'এর উদ্যোগে রানিগঞ্জে জলসত্র ও বস্ত্রবিতরণ কর্মসূচি
:
তীব্র গরমে এই পরিষেবা পেয়ে তাঁরা খুশি। এদিনই রানিগঞ্জ অমৃত আশ্রমে প্রায় ১০০ শিশু, ৫০ জন মহিলা এবং ১০০ জন পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!