দুর্গাপুর: পঞ্চায়েতের ট্যাঙ্ক ফেটে অবিরাম বেরিয়ে যাচ্ছে জল। এভাবে অপচয় দেখে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকার ঘটনা। পঞ্চায়েতের বসানো সৌরশক্তি চালিত ট্যাঙ্ক ফেটে রাস্তায় পড়ছে জল। আবার সব সময় সুইচ অন করে রাখায় ফুটো দিয়ে যেমন জল পড়ছে তেমনই ওভারফ্লো পাইপ দিয়েও অনবরত জল বেরোচ্ছে। এভাবে সবসময় জলের অপচয় হয়ে চলেছে। তাছাড়া আকন্দারার গুরুত্বপূর্ণ রাস্তায় এই জল পড়ার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে পথচারীদেরও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক দিন ধরে এই অবস্থায় থাকার পরেও পঞ্চায়েতের হেলদোল নেই। এলাকার বাসিন্দা শ্রাবণী বাউরি অভিযোগ করে বলেন, “প্রায় ১৫ দিন হয়ে গেল জলের ট্যাঙ্ক ফেটেছে। আমরা অনেককে বলেছি। তারপরেও কাজ হচ্ছে না। সব জল বেরিয়ে যাচ্ছে। সৌরশক্তি চালিত পাম্প হওয়ায় সন্ধ্যার পর ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। দ্রুত ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা করুক পঞ্চায়েত।” যদিও এ বিষয়ে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মুখ খুলতে চাননি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “আমরা পঞ্চায়েতের সাথে কথা বলে দ্রুত ওই ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা করব। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেই ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।