সামান্য বৃষ্টিতেই জল থৈ থৈ ক্লাসরুম দুর্গাপুর সরকারি কলেজে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সামান্য বৃষ্টিতেই জল থৈ থৈ অবস্থা হয় ক্লাসরুমের। এমনটাই অভিযোগ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র ছাত্রীদের। পড়ুয়া থেকে অধ্যাপক, সমস্যায় সবাই। শিক্ষার পাঠ তুলে দিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে শ্মশান করে দিতে চাইছে তৃণমূল সরকার, কটাক্ষ বিজেপির। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, লোকসভা নির্বাচনের কাজকর্ম হয়েছিল কলেজে। তখন থেকে এই অবস্থা। দ্রুত পূর্ত দফতর মেরামত করবে।
দুর্গাপুর সরকারি কলেজের তিন তলায় রয়েছে উদ্ভিদবিদ্যা বিভাগ। বিভাগের প্রায় সব ঘরেরই জরাজীর্ণ দশা। বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে ক্লাস রুমের ভেতর। মেঝেতে জল জমে। ছাদের অবস্থাও বেহাল। তার মধ্যেই চলছে উদ্ভিদবিদ্যার ক্লাস। বিপদের আশঙ্কা নিয়ে দিন কাটছে পড়ুয়া ও অধ্যাপকদের। পড়ুয়াদের অভিযোগ, “আমাদের চরম সমস্যার মধ্যে ক্লাস করতে হয়। জলের উপর পা রেখে ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। জানালা খুললেই জল ঢুকে যায়। জানলা বন্ধ থাকলে গরমে টেকা যায় না। খুব ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করতে হয়।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “কলেজগুলির পরিকাঠামো ভেঙে পড়েছে। কোনও উন্নয়ন নেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের। রাজ্য সরকার শ্মশানে পরিণত করছে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে। দ্রুত সরকারি কলেজের ভবন সংস্কার করতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি।” যদিও তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজ্যোতি মজুমদার বলেন, “গত লোকসভা নির্বাচনের সময় এই কলেজে নির্বাচন সংক্রান্ত সামগ্রী বিতরণ করা হয়েছিল। তখন থেকেই এখানে একাধিক ক্লাসরুমের দরজা-জানলা ভাঙা। আমরা সংস্কারের জন্য আবেদন করেছিলাম প্রশাসনের কাছে। সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিছুদিনের মধ্যেই সংস্কার হয়ে যাবে বলে আমরা আশাবাদী।” উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অশোক ভট্টাচার্য বলেন, “কিছুদিন আগেই পূর্ত দফতর ক্লাসরুমের ভেতরের দিক মেরামত করেছিল। তারপরেও বৃষ্টির জল ঢুকছে। বাইরের অংশ সংস্কার না করলে সমস্যা মিটবে না। আমরা সংস্কারের আবেদন করেছি।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

