গরমের সঙ্গে পাল্লা দিয়ে তরমুজের বিক্রিও বাড়ছে
দুর্গাপুর দর্পণ ডেস্ক: তাপমাত্রার পারদ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে বাজারে তরমুজের চাহিদা। মুখে হাসি বিক্রেতাদের। গত দুই তিন দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে উঠে যাচ্ছে। ফলে গরমে যে সব ফলের চাহিদা বাড়ে সেগুলির খোঁজ শুরু করেছেন ক্রেতারা। বিভিন্ন বাজারে গিয়ে দেখা যাচ্ছে, তরমুজ ডাঁই করে বিক্রি করছেন বিক্রেতারা। এ বছর তরমুজের ফলনও ভালো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে আপাতত ব্যাঙ্গালুরু থেকে আসা তরমুজই বাজারে পাওয়া যাচ্ছে। পরের দিকে স্থানীয় মাঠের তরমুজও বাজারে চলে আসবে। যত সময় এগোচ্ছে ততই তরমুজের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

গরমের সঙ্গে পাল্লা দিয়ে তরমুজের বিক্রিও বাড়ছে
ফলে গরমে যে সব ফলের চাহিদা বাড়ে সেগুলির খোঁজ শুরু করেছেন ক্রেতারা। বিভিন্ন বাজারে গিয়ে দেখা যাচ্ছে, তরমুজ ডাঁই করে বিক্রি করছেন বিক্রেতারা।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


