![well](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-25-at-12.34.19.jpeg?fit=1024%2C572&ssl=1)
অন্ডাল: ধসে তলিয়ে গেল আস্ত কুয়ো! চাঞ্চল্য অন্ডালের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউরী পাড়ায়। ঘটনাটি ঘটে বুধবার সকালে। স্থানীয়দের অভিযোগ, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ঠিকমতো ভরাট না করার জেরে এলাকায় মাঝে মধ্যেই ধসের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যায়। বুধবার সকালে ফের ধসের ঘটনা ঘটে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁরা জানান, এলাকার পানীয় জলের একমাত্র ভরসা একটি মাত্র কুয়ো। সেই কুয়ো তলিয়ে যাওয়ায় পানীয় জলের সংকট শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা দীপা বাউরী অভিযোগ করেন, “পাড়ার একটিমাত্র কুয়োই আমাদের ভরসা। সেই কুয়ো তলিয়ে গেল। স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা এসেছিলেন গ্রামে। কিন্তু আমরা চাইছি দ্রুত ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হোক। আর কুয়োও সংস্কার করে দিতে হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![ধসে তলিয়ে গেল আস্ত কুয়ো! চাঞ্চল্য অন্ডালের মুকুন্দপুরে](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-25-at-12.34.19.jpeg?w=180&ssl=1)