মারো গ্রামে বিধবা খুন, গ্রেফতার প্রমিক

ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ
দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামের রাস্তা থেকে রবিবার রাতে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার সাথে জড়িত অভিযোগে হারু বাগদি নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি বুদবুদের কসবা এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত জোৎস্না বাগদির স্বামী কয়েক বছর আগে মারা যান। তিনি দুই সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন। তাঁর বাপের বাড়ি বুদবুদের কসবা গ্রামে। সেখানকার হারু বাগদির সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।
রবিবার কোনও হোটেলে কিছু সময় কাটানোর পর রাতে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন জ্যোৎস্না। হারু বাগদি তাঁকে ছাড়তে মারো গ্রামে আসছিল। পথে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর মারো গ্রামের কাছে পৌঁছালে দুজন টোটো থেকে নেমে পড়ে। উত্তেজনা চরমে পৌঁছালে হারু বাগদি ধারালো অস্ত্র দিয়ে জোৎস্নার গলায় কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই জোৎস্না মারা যান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল দেহ পাঠানো হয়। পুলিশ তদন্তে নেমে হারু বাগদিকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে জেরা করে খুনের প্রকৃত কারণ ও তার সঙ্গে আর কেউ ছিল কী না তা খুঁজে বের করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
