কাঁকসা: মাঝ রাতে স্বামীকে হাঁসুয়া দিয়ে গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার রাজবাঁধে। মৃতের নাম চুনা কোঁড়া (৫০)। পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন। রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ অভিযূুক্ত মহিলা অম্বু কোঁড়াকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, চুনা নেশা করতেন। মাঝ রাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় অম্বুর। অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। এরপর ঘুমিয়ে যায় চুনা। সেই সময় হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। মৃত্যু হয় স্বামীর। শনিবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় সাড়া পড়ে যায় রাজবাঁধ এলাকায়। কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত করতে যান এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এসিপি বলেন, “স্বামী-স্ত্রীর বিবাদের জন্যই এই খুন। স্বামী নেশা করত। স্ত্রীর সঙ্গে তা নিয়ে অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী। মহিলাকে গ্রেেফতার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।