তৈরির তিন মাসের মধ্যে রাস্তা বেহাল, ক্ষোভে ফুঁসছে কাঁকসার মানুষ–পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন

তৈরির তিন মাসের মধ্যে রাস্তা বেহাল, ক্ষোভে ফুঁসছে কাঁকসার মানুষ–পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার জাঠগড়িয়া থেকে কাঁটাবেড়িয়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দফতরের অর্থানুকূল্যে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল। নির্মাণ কাজের তদারকির দায়িত্বে ছিল কাঁকসা পঞ্চায়েত সমিতি। তবে উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই সেই রাস্তার বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

রাস্তার পিচ উঠে গিয়েছে, জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল। বর্ষা নামতেই আশঙ্কা, এই রাস্তা এবার পরিণত হবে পুকুরে। পথচলতি মানুষ এবং স্থানীয়দের অভিযোগ, সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়েছে এই কাজের নামে। একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “দেখে মনে হচ্ছে ধান চাষ হবে এবার!” জাঠগড়িয়ার বাসিন্দা শেখ সেকেন্দার ক্ষোভ উগরে বলেন, “নতুন রাস্তা হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়েছে। আবার দুর্ঘটনা হবে–সরকারের টাকাটা কাজে লাগলো না।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

গত বছর বর্ষার সময় কাঁকসার জাঠগড়িয়ার মানুষ প্রতিবাদে নেমেছিল ওই রাস্তা সংস্কারের জন্য। অনেক টানাপড়েনের পরে রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। এই দুরাবস্থার জন্য সরাসরি পঞ্চায়েত সমিতিকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “ঠিকাদারের কাছ থেকে নিশ্চয়ই টাকা নিয়েছিল পঞ্চায়েত সমিতির নেতারা, তাই রাস্তার মান এত খারাপ। সরকারি টাকা লুটপাট হয়েছে।” 

যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত দাবি করেছেন, “ভারী গাড়ি চলাচলের ফলেই রাস্তার এই অবস্থা। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে বুঝেই আমরা বিষয়টি উচ্চস্তরে জানিয়েছি। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ভারী গাড়ির উপর নিষেধাজ্ঞাও জারি করা হবে।” পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য নিজেও স্বীকার করেছেন, এই রাস্তার তদারকি করেছিলেন তাঁরা। আর সেই কারণেই তাঁর দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন। রাজনৈতিক টানাপড়েনের মধ্যে এখন দেখার, কবে পুনরায় সংস্কার হবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
তৈরির তিন মাসের মধ্যে রাস্তা বেহাল, ক্ষোভে ফুঁসছে কাঁকসার মানুষ–পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন
News
তৈরির তিন মাসের মধ্যে রাস্তা বেহাল, ক্ষোভে ফুঁসছে কাঁকসার মানুষ–পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন
:
একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “দেখে মনে হচ্ছে ধান চাষ হবে এবার!” জাঠগড়িয়ার বাসিন্দা শেখ সেকেন্দার ক্ষোভ উগরে বলেন, “নতুন রাস্তা হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়েছে। আবার দুর্ঘটনা হবে–সরকারের টাকাটা কাজে লাগলো না।”
Published By
Durgapur Darpan
error: Content is protected !!