মহাকুম্ভের পথে মৃত্যু দুর্গাপুরের মহিলার, পাশে সাংসদ

দুর্গাপুর: মহাকুম্ভে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু। পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ কীর্তি আজাদ। জানালেন সমবেদনা। মৃত মহিলার নাম রেখা ঘোষ (৫০)। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৬নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা। জানা গেছে, চার দিন আগে দুর্গাপুরের সুকান্ত পল্লী এলাকা থেকে চার চাকার গাড়িতে করে পরিবারের সঙ্গে প্রয়াগরাজে যাচ্ছিলেন রেখাদেবী। বিহারে পথ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
গাড়িতে থাকা রেখা দেবীর মৃত্যু হয়। অল্পবিস্তর আহত হন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর শনিবার দেহ নিয়ে আসা হয়। সোমবার সকালে রেখা দেবীর পরিবারকে সমবেদনা জানাতে যান বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকরা। সাংসদ রেখাদেবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সরকারের কাছে যাতে সাহায্য পায় রেখা দেবীর পরিবার, সেই ব্যবস্থা করারও আশ্বাস দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
