
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ধোবিঘাটে সোমবার বিকালে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা মহিলার নাম চৈতালি বণিক (৪০)। পাড়ায় পাড়ায় ধূপকাঠি বিক্রি করতেন। তাঁর বড় মেয়ে স্বামী মারা যাওয়ার পরে তিন বছরের সন্তানকে নিয়ে তাঁর সঙ্গেই থাকে। ছোট মেয়ে বিশেষভাবে সক্ষম। আর্থিক টানাটানির সংসার। বিভিন্ন ছোট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আশপাশের বাসিন্দরা জানান, মাঝে মাঝেই ব্যাঙ্ক থেকে লোক আসত ঋণ আদায়ের জন্য। তিনি সেই টাকা মেটাতে পারছিলেন না। সোমবার দুপুরে তা নিয়ে বড় মেয়ের সঙ্গে বচসা হয়। এরপর মেয়ে বাইরে বেরিয়ে যায়। বিকেল সাড়ে তিনটা নাগাদ চৈতালীদেবী ঘরের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যান। অনেক ডাকাডাকির পরেও দরজা খোলেনি। পরে দরজা ভেঙে মেয়ে এবং পাড়া-প্রতিবেশীরা দেখেন, টিনের চালের পাইপের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত মহিলার ননদ সোমা বণিক বলেন, “মেয়ের নামেও ঋণ ছিল। ব্যাঙ্কের ঋণ শোধ করতে পারছিল না অনেকদিন থেকেই। শেষ পর্যন্ত ঋণের দায়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
