নির্জন রাস্তায় মহিলার দেহ উদ্ধার, আতঙ্ক বুদবুদের মারো গ্রামে

বুদবুদের মারো গ্রামে নৃশংস খুন
দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে বছর ৩৬ এর জোৎস্না বাগদি’র রক্তাক্ত দেহ উদ্ধার হয়ছে গ্রামেরই এক নির্জন রাস্তার ধার থেকে। এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মারো গ্রামে তাঁর দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন জ্যোৎস্না। তাঁর স্বামী বছর চারেক আগে মারা গিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোৎস্না রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যেয় ফেরার কথা ছিল। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। শেষে খবর আসে, গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় রাস্তার ধারে তাঁর দেহ পড়ে আছে। বুদবুদ থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ নির্ভয়ে যাতায়াত করেন। অনেকে রাতেও ফেরেন। কিন্তু গত রাতের নৃশংস ঘটনার পর গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এলাকার মানুষ এবং পরিবার চাইছে, এই খুনের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
