সিটি সেন্টারে ভর সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে তরুণীর হার ছিনতাই! ধৃত ৪

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভর সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে তরুণীর হার ছিনতাই! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের ঘটনা। বিদিশা বাসস্ট্যান্ডের কাছে এক তরুণীর গলা থেকে সোনার হার ছিনিয়ে নেয় দুষ্কৃতী। তবে শেষরক্ষা হয়নি। পালানোর সময় ধরা পড়ে যায় এক কিশোর দুষ্কৃতী। তাকে জেরা করে বাকিদের খোঁজ পেয়েছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে আটটা। চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তাঁর দুই বান্ধবী ও এক যুবক সঙ্গীকে নিয়ে ডেইলি মার্কেটের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁদের পাশে। গাড়ি থেকে বেরিয়ে আসে দুই যুবক। মুহূর্তের মধ্যে এক জন ঝাঁপিয়ে পড়ে তনুর উপর। তাঁর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিতে চায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিস্থিতি আঁচ করে তনু হার আঁকড়ে ধরে থাকেন। শুরু হয় ধস্তাধস্তি। ততক্ষণে এক দুষ্কৃতী সোনার চেন কিছুটা ছিঁড়ে নিতে সক্ষম হয়। অর্ধেক থেকে যায় তনুর হাতে। বাকিটা নিয়ে সে ছুটে পালাতে থাকে। তনুর চিৎকারে চারদিক থেকে ছুটে আসেন স্থানীয়রা। ছুটে গিয়ে ধরে ফেলেন পালাতে থাকা দুষ্কৃতীকে। সঙ্গী যুবক বাবাই বলেন, “দু’জন গাড়ি থেকে নেমে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরই শুরু হয় ছিনতাই। একজন গাড়িতে উঠে যায়, আর অন্যজন দৌড়াতে গিয়ে ধরা পড়ে যায় আমাদের হাতে।”
তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ ধৃতকে জেরা করে জেনেছে, দুষ্কৃতীরা বর্ধমান থেকে এসেছে। গাড়িতে মোট চারজন ছিল। তনু বলেন, “সিটি সেন্টারের মতো জায়গায়, এত ভিড়ের মধ্যে এভাবে ছিনতাই! ভাবতেও পারছি না এমন হতে পারে।” পুলিশ জানিয়েছে, ধৃত কিশোরকে জেরা করে বাকি ৩ জনকেও গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
