পরিত্যক্ত খোলা মুখ খনিতে ঝাঁপ দিলেন গৃহবধূ
দুর্গাপুর দর্পণ, ২৫ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডাল থানার কেন্দা এরিয়ার পি এল জামবাদের পরিত্যক্ত খোলা মুখ খনিতে গৃহবধূ উমা বাদ্যকর ঝাঁপ দেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি বহুলা বাদ্যকর পাড়ায়। খবর পেয়ে পুলিশ আসে। দ্রুত দেহ উদ্ধারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। অবিলম্বে খোলা মুখ খনি ভরাট করার দাবি জানান তারা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।