দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে থেকে কবিগুরু সরণি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দুই লেনের রাস্তার কাজের সূচনা হল শুক্রবার। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “রাস্তা করতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। রাস্তাটি দুই লেনের হবে। তাতে যানজট কমবে। সুবিধা হবে শহরবাসীর। দুর্ঘটনার হারও কমবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।