নির্মিয়মান কারখানার উপর থেকে নীচে পড়ে মৃত শ্রমিক

নির্মিয়মান কারখানার উপর থেকে নীচে পড়ে মৃত শ্রমিক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মাধবমাঠে নির্মিয়মান কারখানা থেকে পড়ে মৃত্যু হল শ্রমিকের। মে দিবসের সকালে ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মৃত শ্রমিকের নাম সুমন মাঝি (২৭)। বুদবুদের মারো এলাকার বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, বুধবার কারখানায় কাজ চলাকালীন ওই যুবক উপর থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Buy Portable Water Can Dispenser | 1 Year Warranty

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। তাঁদের অভিযোগ, উপরে কাজ করার সময় নীচে জাল দেওয়া দরকার ছিল। তা দেওয়া হয়নি। জাল থাকলে সুমনের মৃত্যু হত না। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ কারখানা কর্তৃপক্ষ ওই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ না দিচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
মে দিবসের সকালে নির্মিয়মান কারখানার উপর থেকে নীচে পড়ে মৃত শ্রমিক
News
মে দিবসের সকালে নির্মিয়মান কারখানার উপর থেকে নীচে পড়ে মৃত শ্রমিক
:
বুধবার কারখানায় কাজ চলাকালীন ওই যুবক উপর থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!