গ্রাফাইট ইন্ডিয়ার গেটে ফের শ্রমিক অসন্তোষের আগুন

আইএনটিটিইউসি কোর কমিটির বিরুদ্ধে চরম ক্ষোভ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রমিক সমস্যাকে ঘিরে ফের উত্তপ্ত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটে শুরু হয় স্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। দিনের পর দিন শোষণের শিকার হওয়ার অভিযোগে তাঁরা গেট অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তাঁরা।
স্থায়ী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের প্রাপ্য নানা সুবিধা বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। একসময় যে মেডিক্যাল ফেসিলিটি ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একাধিক আর্থিক সুবিধা কাটছাঁট করা হয়েছে। ফলে শ্রমিকদের নিত্যদিনের জীবনে সঙ্কট নেমে এসেছে। আন্দোলনকারীদের দাবি, শ্রমিকদের মৌলিক চাহিদা ও নিরাপত্তা উপেক্ষা করে শিল্প সংস্থা কেবল উৎপাদনের দিকে নজর দিচ্ছে।
শ্রমিকদের অভিযোগের তির সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কোর কমিটির দিকে। আন্দোলনকারীদের দাবি, সংগঠনের নেতৃত্ব দুর্বল হওয়ায় কর্তৃপক্ষের উপর কোনও চাপ তৈরি হচ্ছে না। শাসক দলের ছত্রছায়ায় থেকেও শ্রমিকদের দুরবস্থা কাটছে না, তৃণমূল সরকারের আমলে এই পরিস্থিতি লজ্জাজনক—ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনকারীরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আন্দোলনে অনড় শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গেট অবরোধে কার্যত থমকে যায় কারখানার স্বাভাবিক কাজকর্ম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও শ্রমিকরা নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। দাবি না মানা পর্যন্ত তাঁরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলোও সরব হয়েছে। তাঁদের দাবি, শাসক দলের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠন প্রকৃত সমস্যার সমাধান করতে পারছে না। ফলে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। শ্রমিকদের একাংশের মত, কোর কমিটি ব্যর্থ প্রমাণিত হওয়ায় পুনরায় শ্রমিক সংগঠনের নির্বাচন হওয়া জরুরি। তাঁদের বক্তব্য, নতুন নেতৃত্ব এলে শ্রমিক সমস্যার যথাযথ সমাধান সম্ভব হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
