
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কড়ঙ্গপাড়ার বেসরকারি কার্বন প্রস্তুতকারী কারখানা পিসিবিএলে গত ৩ মার্চ ট্রান্সফর্মার ফেটে মৃত্যু হয় ঠিকা শ্রমিক সাধন বাউড়ির (৪৯)। মঙ্গলবার তাঁর ছেলেকে চাকরি দিলেন কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন কাউন্সিলর তথা আইএনটিটিইউসি নেতা দেবব্রত সাঁই প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দিন কয়েকের মধ্যেই মৃতের স্ত্রীর হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। সম্প্রতি কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ঠিকা শ্রমিক মহম্মদ জসিমের স্ত্রীর হাতে এদিন ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
