দুর্গাপুর ডেস্ক, ১৯ এপ্রিল ২০২৪: বিশ্বের সবচেয়ে খাটো মহিলা জ্যোতি আমগে (Jyoti Amge) শুক্রবার ভোট দিলেন মহারাষ্ট্রের নাগপুরে। তিনি ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। গিনেস বিশ্ব রেকর্ডের মতে বিশ্বের সবচেয়ে খাটো মহিলা এই ভারতীয় নারী। তাঁর উচ্চতা মাত্র ৬২ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ০.৬ ইঞ্চি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
#WATCH | Maharashtra: World's smallest living woman, Jyoti Amge cast her vote at a polling booth in Nagpur today. #LokSabhaElections2024 pic.twitter.com/AIFDXnvuvk
— ANI (@ANI) April 19, 2024
প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনে (Lok Sabha 2024) শুক্রবার ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে। সাত দফা নির্বাচনে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।