
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় সংলগ্ন ১৯নং জাতীয় সড়কে শুক্রবার ভোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। তার পরিচয় জানার পরেও অজ্ঞাত পরিচয় হিসাবে পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করায় বলে অভিযোগ আত্মীয়দের। শনিবার সকালে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।
মৃত যুবকের নাম সোমনাথ পরামানিক (২৭)। আসানসোলের সালানপুর থানার নেতাজি কলোনির বাসিন্দা। মাছের গাড়ির চালক ছিল। তার মা শেফালি পরামানিক জানান, বৃহস্পতিবার রাতে সোমনাথ খালি গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মাছ আনতে। সকাল থেকে ফোন করার পরেও সোমনাথ ফোন ধরেনি। শুক্রবার দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ি থেকে ফোন করে বলা হয় সোমনাথ জাতীয় সড়কে দুর্ঘটনা কবলে পড়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছায়। সোমনাথের মা বলেন, “এসে জানতে পারি আমার ছেলে মারা গেছে। ময়নাতদন্তও হয়ে গেছে। পুলিশের রাউন্ড গাড়ির সাথে সোমনাথের পিকআপ ভ্যানের ধাক্কা হয়েছিল। তবে সোমনাথের মৃত্যুর পর এভাবে কেন ময়না তদন্ত করা হল আমরা তার বিচার চাইছি।” হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “পুলিশ শনিবার অজ্ঞাত পরিচয় হিসাবে দুটি দেহ নিয়ে এসেছিল ময়নাতদন্তের জন্য।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছোট ট্রাকটি। এর জেরে চালক সোমনাথ জখম হয়। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যুর পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত চলাকালীন পরিচয় জানার পরে তা জানানো হয় পরিবারকে। তাই অজ্ঞাত পরিচয় দেহ হিসাবে ময়নাতদন্ত হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, পুলিশ কমিশনারের কাছে মেইল করে অভিযোগ দায়ের করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
