Breaking News. মধ্যরাতে পানাগড়ে ভয়াবহ ঘটনা, দুষ্কৃতীদের তাড়া, গাড়ি উল্টে যুবতীর মৃত্যু

দুর্গাপুর: মধ্যরাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে ভয়াবহ ঘটনা। গাড়িতে থাকা যুবতীকে প্রথমে দুষ্কৃতীদের কটুক্তি। এরপর গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে যুবতীর গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয় দুষ্কৃতীরা। মৃত্যু হয় যুবতীর। দুষ্কৃতীদের এমন দাপট দেখে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতা যুবতীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৭)। হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, চন্দননগর থেকে একটি গাড়ি করে চালকসহ পাঁচজন মিলে বিহারের গয়া যাচ্ছিলেন। বুদবুদ এলাকায় ১৯নং জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল ভরিয়ে গাড়িটি জাতীয় সড়ক ধরে আসানসোল অভিমুখে যেতে শুরু করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিযোগ, তখন আর একটি সাদা রঙের গাড়ি তাদের গাড়িটির পিছনে ধাওয়া করতে শুরু করে। যুবতীর গাড়ির চালক রাজদূত শর্মার অভিযোগ, “প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি। তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। ওই গাড়িতে ছিল সম্ভবত ৫জন যুবক। পরে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারে। আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। তারপর থানার রাস্তা ধরে যেতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে। তখন আমাদের গাড়িটি উল্টে যায়। ওই গাড়িটি ফেলে ওই যুবকরা পালিয়ে যায়।”
পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে পানাগড় জুড়ে। পুলিশ ওই সাদা গাড়িটি বাজেয়াপ্ত করেছে। তবে দুষ্কৃতীদের খোঁজ এখনও পায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
