ঘরের ভিতরে বিস্ফোরণে ঝলসে গেল যুবক, আতঙ্ক দুর্গাপুরের নিউটন রোডে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বিস্ফোরণের জেরে ঝলসে গেল এক যুবক। বুধবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নিউটন রোডের ১৭ নম্বর স্ট্রিটের ঘটনা। যুবকের নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কা জনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ৭ নম্বর ওয়ার্ডের ওই এলাকায়। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, সজল দেবনাথ ১৭ নং স্ট্রিটে একটি মাটির বাড়িতে থাকে। সেই বাড়ি থেকেই এদিন বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন, সজল কাতর আর্তনাদ করছে। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর থানার পুলিশ সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনাস্থলে পৌঁছে ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ বলেন, “প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে। কিন্তু এসে দেখি বোমার মশলা পড়ে আছে। কী কারণে বিস্ফোরণ, আমরা বুঝে উঠতে পারছি না।” বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “বারুদ নিয়ে কোনও পরীক্ষা করছিল ওই ছেলেটি। তখনই কোনও ভাবে আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চারদিক। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

