বেপরোয়া বালির ট্রাকে পিষ্ট যুবক, উত্তপ্ত কাঁকসার সিলামপুর, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: বালির ট্রাকের চাকায় পিষ্ট যুবক। উত্তপ্ত পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার সিলামপুর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সিলামপুরের কাটাবাগান এলাকায়। মৃতের নাম কৃষ্ণ বাউরী (২৫)। সাইকেলে চড়ে বাজার যাচ্ছিলেন কৃষ্ণ। পিছন দিক থেকে আসা এক ওভারলোডেড বালির ট্রাক ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রায় বালির ট্রাকটিতে ভাঙচুর চলে। ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ পৌঁছায়। ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে কার্যত পিছু হঠে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায়। গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন শত শত ওভারলোডেড বালির ট্রাক যাচ্ছে। দুর্ঘটনা লেগেই আছে। বহু বছর ধরে রাস্তাঘাটের বেহাল দশা। প্রশাসন উদাসীন। বেপরোয়া ট্রাকের দাপটে প্রাণ হাতে করে দিন কাটছে এলাকাবাসীর। এদিনের নির্মম পরিণতির পর আর তাঁরা চুপ করে বসে থাকবেন না বলে জানান। যুবকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষোভের আগুনে ফুঁসছেন এলাকাবাসী। আর কত প্রাণ গেলে পরিস্থিতি বদলাবে? প্রশ্ন তাঁদের।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
