ঘুমের ঘোরে চলন্ত ট্রেন থেকে পানাগড়ে পড়ে গেল যুবক, প্রাণ বাঁচালো রেল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড় স্টেশনে ঘুমের ঘোরে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল যুবক। রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচালো তার। বুধবার সকালে ঘটনাটি ঘটে। বর্ধমানগামী লোকালে গেটের ধারে বসেছিল হাওড়ার বাসিন্দা মহম্মদ আরমান। ঘুমিয়ে পড়েছিল সে। আচমকা ট্রেন থেকে পানাগড় স্টেশনে পড়ে যায়। আর্তনাদ করতে থাকে সে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পানাগড় রেল পুলিশের আধিকারিক ও রেলের কর্মীরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আরমানকে উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সারা শরীরে আঘাত লেগেছে আরমানের। মাথাতেও চোট লেগেছে। তবে সময়মতো উদ্ধার হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আরমান। প্রাণ ফিরে পেয়ে আরমান ধন্যবাদ জানিয়েছে রেল পুলিশকে। আরমান বলে, “গেটে বসে ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই পারিনি কখন পড়ে গিয়েছি। রেল পুলিশ না থাকলে হয়তো আজ বাঁচতাম না।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

