ফ্লাইং ট্যাক্সির অভিনব সংস্করণ তৈরি করে ফেলল দুর্গাপুরের যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যানজট এড়াতে ফ্লাইং ট্যাক্সি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে দেশ-বিদেশে। এরই মাঝে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠের এক যুবক মানুষ বহনকারী ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল। শনিবার বিকালে পরীক্ষামূলক ভাবে একজনকে চাপিয়ে দামোদরের চরে নীচ থেকে প্রায় ৬ ফুট উঁচু দিয়ে ড্রোন উড়ল দীর্ঘক্ষণ! কার্যত, ফ্লাইং ট্যাক্সির অন্য এক রূপ দেখা গেল দুর্গাপুরে।
যুবকের নাম ছোটন ঘোষ। সে কোনও ইঞ্জিনিয়ার নয়। ছোটবেলায় বাবার বাইকের গ্যারেজে কাজ শিখেছিল। তারপর ইলেকট্রনিক্স মেকানিকের কাজ করতে থাকে। সেই ছোটন বানিয়ে ফেলেছে অভিনব এক ড্রোন যা মানুষ নিয়ে উড়ছে। সাড়ে তিন হাজার আরপিএমের চারটি মোটর, দুটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, ডিসি কন্ট্রোলার, বাইকের হ্যান্ডেল এক্সেলেটর এবং প্লাস্টিকের কাঠামো দিয়ে তৈরি হয়েছে ড্রোনটি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সময় লেগেছে প্রায় ২০দিন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শনিবার বিকেলে গোপালমাঠ সংলগ্ন দামোদর নদের চরে পরীক্ষামূলকভাবে মানুষ চাপিয়ে ওড়ানো হয়। ছ’ফুট পর্যন্ত উপরে তুলে কয়েক কিলোমিটার পর্যন্ত চালানো হয়। পরীক্ষামূলকভাবে ড্রোনের উড়ান সফল হওয়ায় খুশি ছোটন ও তার সঙ্গীরা। ছোটন বলেন, “এর আগে রাম মন্দির বানিয়েছি। ১০ জন একসঙ্গে চড়ে যাওয়ার উপযোগী বাইক বানিয়েছি। এবার মানুষবাহী বাইক-ড্রোন বানালাম। আজ পরীক্ষামূলকভাবে সফল হয়েছি। এবার আমাদের লক্ষ্য, জাতীয় সড়কের উপর মানুষ চাপিয়ে ড্রোন ওড়ানোর। ব্রেক, সেন্সর, লাইট, ড্রোনের চারিপাশে বেষ্টনী লাগানোর কাজ বাকি রয়েছে। কিছুদিনের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হবে। তারপর এই ড্রোনে চড়ে যানজট এড়িয়ে অতি সহজেই যাতায়াত করা যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
