![murder](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/06/murder-1.jpeg?fit=988%2C632&ssl=1)
লটারিতে জেতা টাকা, মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ ডিসেম্বর ২০২৩: লটারি জেতার ২৪ ঘণ্টার মধ্যে যুবকের দেহ উদ্ধার হল পুকুর থেকে। শনিবার হাবড়ার শশ্মান সংলগ্ন এলাকার ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। লটারিতে জেতা টাকা, মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি।
পুলিশ জানায়, মৃতের নাম কৃষ্ণপদ দাস (৩৩)। বাড়ি হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ইতনা কলোনি এলাকায়। কৃষ্ণপদ রেলের ঠিকা কর্মী ছিলেন। শুক্রবার লটারিতে ৪৫ হাজার টাকা জিতেছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ কাজে যাওয়ার জন্য় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।
সকাল দশটা নাগাদ হাবড়া শশ্মান সংলগ্ন এলাকায় জলাশয়ে কৃষ্ণপদর দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতের আত্মীয় অমল দাস অভিযোগ করেন, কৃষ্ণপদর মানিব্যাগ এবং মোবাইল পাওয়া যায়নি। তাঁদের সন্দেহ, লটারির টাকা ছিনিয়ে নিয়ে ভাইকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃতের শরীরে প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।