অন্যের বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, উত্তেজনা সামাল দিতে গিয়ে ডিসি সহ জখম ৪ পুলিশ কর্মী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রহস্যজনক ভাবে অন্য একজনের বাড়ির ভেতর থেকে উদ্ধার বছর ২২ এর এক যুবকের ঝুলন্ত দেহ। যা নিয়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বর থানার কুমারডিহিতে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে জখম ডিসি সহ চার পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয়েছে কয়েকজনকে।
বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শুরু হয় উত্তেজনা। পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে যুবক ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানাজানি হতেই শুরু হয় উত্তেজনা। সাইকেল, বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে মাথা ফাটে ডিসি অভিষেক গুপ্তার। আহত হন কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। কয়েকজনকে আটক করে পুলিশ। ডেপুটি কমিশনার বলেন, “একজনের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। আমরা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের যা অভিযোগ আছে, নিশ্চয়ই তা শোনা হবে। উত্তেজনা সামাল দিতে গিয়ে চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
