দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পারুলিয়ার জঙ্গল থেকে দুই আদিবাসী যুবককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি কয়লার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত হেমন্ত বাউড়ি কাঁকসার বিদবিহারের বাসিন্দা। আলেকশান টুডুর বাড়ি ঝাড়খণ্ডের দুমকায়। ধৃতদের রবিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে দেন। তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাদের এবার জেরা করবে পুলিশ।
বেআইনি কয়লা কারবারের বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালিয়ে থাকে। মাঝে মাঝেই গ্রেফতার করা হয় কয়লা কারবারে যুক্তদের। পুলিশের একটি সূত্রে খবর আসছিল, পারুলিয়ার জঙ্গলে কয়লা মজুত করা হচ্ছে। এরপরেই শনিবার পুলিশ অভিযান চালায় পারুলিয়ার জঙ্গলে। গ্রেফতার করা হয় হেমন্ত ও আলেকশানকে। জঙ্গলের মাঝে কয়লা মজুত করে তা বাইকে করে পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। কোথায় কোথায় কয়লা পাচার করত তারা, তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ধৃতদের জেরা করে সঙ্গে আর কে কে রয়েছে, অন্য কোথাও কয়লা মজুত করা হচ্ছে কি না, বিস্তারিত সব জেনে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানের পরেও বেআইনি কয়লার কারবার চলছেই বলে অভিযোগ। খনি এলাকা থেকে কয়লা পাচার হয়ে চলে আসছে। এরপর তা মজুত করে সুযোগ বুঝে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এই বেআইনি কয়লা কারবারে রাশ টানতে গেলে পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে দাবি স্থানীয়দের। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।