দুর্গাপুর দর্পণ ডেস্ক: বিজেপির এক প্রাক্তন বিধায়কের বাড়ির পুকুর থেকে উদ্ধার হল ৩ টি কুমীর! এছাড়া পাওয়া গেল কোটি কোটি টাকা, সোনা, বিদেশি গাড়ি। যা নিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আয়কর দফতর এসব পেয়েছে। বাাড়ির পুকুরে কুমির কেন, তা খতিয়ে দেখা হচ্ছে। (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
হরবংশ সিং রাঠোর একজন বিড়ি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাই গত রবিবার থেকে তল্লাশি অভিযান চালাচ্ছিল আয়কর বিভাগ। তল্লাশি চলাকালীন প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে নগদ ৩ কোটি টাকা, বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়।
বেশ কয়েকটি বিদেশি গাড়িও পাওয়া যায়। আর পাওয়া যায়, বাড়ির পিছনের পুকুর থেকে বিশাল তিনটি কুমির! কোথা থেকে কুমিরগুলি আনা হয়েছে, এবং নিতান্ত শখের বশেই তিনি কুমির পুষেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।