দুর্গাপুর: বয়ে চলেছে নর্মদা নদী। আশপাশে পাহাড় ও ঘন জঙ্গল। তারই মাঝে নীলকন্ঠ মন্দিরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। গুজরাটের নীলকন্ঠ ধামের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজার মন্ডপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর পুজো ৩৭ বছরে পা দিয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হচ্ছে মন্ডপ। কুমারটুলি থেকে পৌঁছে গিয়েছে প্রতিমা। আলোকসজ্জার কাজও প্রায় শেষ দিকে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুজো উপলক্ষে দুপুরে পংক্তি ভোজ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুজো কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন রায়চৌধুরী বলেন, “গুজরাটের নীলকন্ঠ ধামের স্বামী নারায়ণ মন্দিরের আদলে এবার মন্ডপ করা হচ্ছে। চতুরঙ্গ মাঠ জুড়ে সেই মন্দির মাথা তুলছে। মনে হচ্ছে স্বর্গ থেকে বহু দেব-দেবী মর্ত্যে নেমে এসেছেন। আমাদের পুজো মন্ডপ এবারও জেলার মধ্যে বিশেষ জায়গা করে নেবে বলে আমরা আশাবাদী।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।