চোরের বাড়ি থেকে পাওয়া গেল ৬টি বাইক, তাজ্জব পুলিশ
দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: চোরের বাড়ি থেকে পাওয়া গেল ৬টি বাইক। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের আমরাই এলাকার শেখ লালন নামে একজনের বাড়ি থেকে উদ্ধার হল চুরি যাওয়া বাইকগুলি। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, পাণ্ডবেশ্বর, অন্ডাল দুর্গাপুর, কোকওভেন এলাকা থেকে বাইক চুরির অভিযোগ আসছিল।
তদন্তে নেমে আমরাই এলাকা থেকে লাল্টু মন্ডল নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জেরা করে বাইক চুরি চক্রের পান্ডা শেখ লালনের নাম আসে। আমরাইয়ে তার বাড়ি থেকে বাইকগুলি উদ্ধার করে পুলিশ। বাইকের মালিকদের হাতে দ্রুত চাবি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।