দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয় করল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ৮ বছরের খুদে আরাধ্যা শীল। মহারাষ্ট্রের পুনেতে ২২-২৬ মে জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। অমৃতা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা সেখানে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে।
মাত্র কয়েক মাসের প্রশিক্ষণেই জেলা স্তর, রাজ্য স্তর পার করে জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয় আরাধ্যা। দুটি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করে সে। প্রশিক্ষক ঈশ্বর মাঝির কাছে কিকবক্সিং-এ হাতে খড়ি আরাধ্যার। তার মা কাকলি বলেন, “প্রথমবার জাতীয় স্তরে অংশগ্রহণ করাটা বড় ব্যাপার। অনেক কিছু শিখেছে আমার মেয়ে। আগামী দিনে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে অলিম্পিক সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এগিয়ে চলেছে আরাধ্যা। একই সঙ্গে আত্মরক্ষার পাঠও পেয়ে যাচ্ছে সে। আমরা তাকে সব রকম ভাবে সাহায্য করছি।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।