দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ জানুয়ারি ২০২৪: মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন। ব্যাপক আতঙ্ক পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাশিয়া এলাকায়। তদন্ত শুরু করেছে প্রশাসন। সেখানে ফাঁকা জমি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস। গ্যাসের সঙ্গে বের হচ্ছে আগুনও। বুধবার সকালে স্থানীয়দের নজরে আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় বাসিন্দা দীনবন্ধু রায় জানান, সকালে তাঁদের নজরে আসে এই ঘটনা। তাঁরা বুঝে উঠতে পারছেন না কী কারণে এমন আগুন বের হচ্ছে। এই জমিগুলিতে কীভাবে এরপর ফসল হবে তাই ভেবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। বিষয়টি তাঁরা ব্লক প্রশাসনের আধিকারিকদের জানান।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখার্জি বলেন, “এলাকায় নজর রাখতে বলা হয়েছে পুলিশকে। সম্ভবত মিথেন গ্যাস লিক করে এই ঘটনা ঘটছে। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি গিয়ে নমুনা সংগ্রহ করবে। তারপরেই আসল কারণ জানা যাবে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।